চুয়াডাঙ্গায় বঙ্গজ ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১৭:২২
চুয়াডাঙ্গায় বঙ্গজ ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অস্বাস্থ্যকর পরিবেশ, খাবার তৈরির নোংড়া উপকরণ ও শ্রমিকদের অপরিচ্ছন্নতার অভিযোগে দেশের অন্যতম জনপ্রিয় বিস্কুট ও ব্রেড ফ্যাক্টরি বঙ্গজ লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


১৭ নভেম্বর, রবিবার দুপুরে অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।


অভিযান শেষে তিনি জানান, বঙ্গজ বিস্কুট ও ব্রেড ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি হচ্ছে। শ্রমিকদের কেউ হ্যান্ড গ্লাভস পরেননি এবং খাবারগুলি বিভিন্ন ফ্লোরে অস্বাস্থ্যকরভাবে ছড়ানো ছিটানো ছিল। এছাড়া, নষ্ট ও পুরাতন খাবার উপকরণ পুনরায় ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।


এর আগেও একই কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছিল, তবে তা অমান্য করে তারা পুনরায় একই অপরাধ করেছে। তাই, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫৫ ধারায় ফ্যাক্টরির ব্যবস্থাপক ফজলুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।


অভিযানে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, ক্যাব প্রতিনিধি ও ছাত্র সমাজের প্রতিনিধিরা।


অভিযানটিতে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা দিয়েছে সেনাবাহিনীর একটি টিম।


বিবার্তা/আসিম/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com