
বাগেরহাটের মোরেলগঞ্জে ৭ হাজার ২ শত কেজি জাটকা ইলিশ মাছসহ দুইটি ট্রলার, ১২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা।
১৭ নভেম্বর, রবিবার ভোরে বলেশ্বর নদীর মোহনা থেকে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড কর্মকর্তা মনজুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমারের উপস্থিতিতে ট্রলারে থাকা বাগেরহাট ও শরখলোর ১০ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই সাথে ট্রলারে থাকা ৪ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১২ লাখ মিটার কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জব্দকৃত ৭ হাজার ২০০ কেজি জাটকা ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও অসচ্ছল লোকদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।
বিবার্তা/রাজু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]