বুড়িচংয়ে
'ময়নামতি উপজেলা' বাস্তবায়নের দাবিতে আলোচনা ও সংবাদ সম্মেলন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ২০:৫৮
'ময়নামতি উপজেলা' বাস্তবায়নের দাবিতে আলোচনা ও সংবাদ সম্মেলন
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লার বুড়িচং উপজেলার চারটি ইউনিয়ন ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের সমন্বয়ে আলাদা ময়নামতি উপজেলা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৬ নভেম্বর) বুড়িচং উপজেলার ময়নামতি বাজার জামে মসজিদের সামনে নতুন উপজেলা বাস্তবায়নের দাবীতে এ আলোচনা সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


এই দাবি আদায়ে চার ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি সমন্বয়ে ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটি ঘোষণা করা হয়েছে।


কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মুনতাকিম ও সদস্য সচিব বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশেষ প্রতিনিধি ও ল' ডেস্ক ইনচার্জ দিদারুল আলম দিদার। যুগ্ম আহ্বায়ক আবদুল মবিন খান, মাওলানা মফিজুল ইসলাম, অধ্যাপক হুমায়ুন কবির, মো.জিল্লুর রহমান, যুগ্ম সদস্য সচিব মাওলানা আবদুল আউয়াল, মো. আলা উদ্দিন, অধ্যাপক মো: মনিরুল ইসলাম, সাংবাদিক আবু মুছা ও মো. বেলাল হোসাইন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব দিদারুল আলম দিদার।


দিদারুল আলম বলেন, আধুনিক সভ্যতায় তথ্য প্রযুক্তি নির্ভর এই যুগে সুবিধা বঞ্চিত অবহেলিত ও হয়রানির শিকার এক জনপদের লাখো মানুষের পক্ষে আমরা এক ‘সংগ্রামের আনুষ্ঠানিক যাত্রা’ শুরু করলাম। তিনি বলেন, উপজেলা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ জায়গা। কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা গঠিত হয়। বাংলাদেশে বর্তমানে ৪৯৫ টি উপজেলা রয়েছে। সর্বশেষ ২০২১ সালের জুলাই মাসে পাঁচটি ইউনিয়ন নিয়ে কক্সবাজার জেলায় ঈদগাঁও নামে নতুন উপজেলা গঠিত হয়। এটি দেশের ৪৯৫ তম উপজেলা। নতুন গঠিত এই ঈদগাঁও উপজেলার চেয়ে জনসংখ্যা ও ভোটার সংখ্যা ময়নামতিসহ চার ইউনিয়নে বেশি। আরো কম ইউনিয়ন ও জনসংখ্যাসহ অন্যান্য সুবিধাদি ময়নামতির তুলনায় কম হওয়া সত্ত্বেও এমন বেশ ক'টি উপজেলা পরিষদ দেশে বাস্তবায়ন হয়েছে।


ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ বলেন, চার ইউনিয়নে দেশের প্রধান রাজনৈতিক দলের নেতৃত্ব, পেশাজীবি নেতৃত্ব, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ 'ময়নামতি উপজেলা' প্রতিষ্ঠার বিষয়ে ঐক্যবদ্ধ ও সোচ্চার এবং লড়াইয়ে একাত্ম।


এ সময় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত হয়ে দাবির সাথে একাত্মবোধ প্রকাশ করেন।


বিবার্তা/আল মামুন টুটু/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com