লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা, গ্রেফতার ৩
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ২০:৫৩
লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা, গ্রেফতার ৩
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই করতে গিয়ে স্বর্ণ ব্যবসায়ী হিরা লাল দেবনাথকে (৫৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া জিয়াউর রহমান তুষার, সজিব হোসেন বাহার ও মোবারক হোসেন পুলিশকে ঘটনাটি জানিয়েছে।


শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার আকতার হোসেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।


এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি ছিদ্দিক, পুলিশের ডিআইওয়ান একেএম আজিজুর রহমান মিয়া ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো উপস্থিত ছিলেন।


গ্রেপ্তার তুষার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের বাসিন্দা, বাহার বামনী গ্রামের ও মোবারক দলাল বাজার এলাকার বাসিন্দা। তাদেরকে বিকেলে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


প্রেস ব্রিফিংয়ে এসপি আকতার হোসেন জানান, হত্যার ঘটনার পর পরই রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে কাজ শুরু করে পুলিশ। কিন্তু অপরাধীরা তাদের সকল মোবাইল ফোন বন্ধ করে দেয়। তারা নতুন ফোন ব্যবহার ও তাদের অবস্থান পরিবর্তন করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমেই তুষারকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার প্রত্যন্ত হাওড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যমতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে বাহারকে ও পরে রায়পুর থেকে মোবারককে গ্রেপ্তার করা হয়।


এসপি আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি ছিল ছিনতাইকৃত। ঘটনার পরই ওই মোটরসাইকেলটি হাত বদল করে ফেলে। মোটরসাইকেলটিও জব্দ করা হয়। ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় মোবারকের বিরুদ্ধে ২০টি ও বাহারের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। তবে তুষারের বিরুদ্ধে আগে কোন মামলা নেই। এ চক্রে সে নতুন। ঘটনার সময় তুষার মোটরসাইকেল চালিয়েছে। মোবারক ও বাহার মোটরসাইকেলে বসা ছিল।


এসপি বলেন, প্রতিদিনই দোকান বন্ধ করে হিরা লাল টাকা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে বাড়িতে যান। এতে পরিকল্পিতভাবে তার কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের ছক সাজাই অপরাধীরা। মোবারক কাজির দিঘীর পাড় বাজারে থেকে মোবাইলফোনে হিরালালের অবস্থান জানায়। পরে হিরালাল দোকান বন্ধ করে বের হলে মোবারক, বাহার ও তুষার মোটরসাইকেলযোগে ঘটনাস্থল গিয়ে দাঁড়ায়। তখন তুষার মোটরসাইকেলেই ছিল। বাহার ও মোবারক নেমে রাস্তায় দাঁড়িয়ে ছিল। পরে বাহার স্বর্ণালংকারসহ টাকা ছিনতাইয়ের জন্য হিরালালের সঙ্গে ধস্তাধস্তি করে। একপর্যায়ে হিরা লালের চিৎকারে লোকজন আসতে শুরু করলে বাহার ছুরি দিয়ে তাকে আঘাত করে। পরে তারা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। হিরা লালের চিৎকার চেচামেচির কারণে তারা স্বর্ণালংকার ছিনতাই করতে পারেনি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এ ঘটনার আরও বিস্তারিত জানতে তদন্ত চলমান রয়েছে।


প্রসঙ্গত, ৮ নভেম্বর রাতে সদর উপজেলার কাজিরদিঘীরপাড় বাজারের মাতৃশিল্পালয়ের স্বত্ত্বাধিকারী হিরালালকে উত্তর হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের তেতুল তলা এলাকায় ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের ছেলে প্রীতম দেবনাথ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।


বিবার্তা/সুমন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com