সোনাগাজীতে মাদরাসা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১৮:২৪
সোনাগাজীতে মাদরাসা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহী ওসমানিয়া আলিম মাদ্রাসার সাবেক ছাত্রদের আয়োজনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


১৬ নভেম্বর, শনিবার ওসমানিয়া আলিম মাদ্রাসা ও ওছমানিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


জানা গেছে, বৃত্তি পরীক্ষায় স্কুল পর্যায়ে ৫০টি প্রতিষ্ঠান থেকে ৫৮৬ জন ও মাদ্রাসা পর্যায়ে ৮০টি প্রতিষ্ঠান থেকে ৩৬৬ জনসহ মোট ৯৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২ টায় পরীক্ষা শেষ হয়।


পরীক্ষা নিয়ন্ত্রকের দ্বায়িত্ব পালন করেন ওসমানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম। মাদ্রাসা কেন্দ্রে হল সুপার হিসেবে ছিলেন চৌমুহনী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন, সহকারী হল সুপার হিসেবে ছিলেন মাস্টার ওমর ফারুক।


স্কুল কেন্দ্রে হল সুপার হিসেবে ছিলেন ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আবদুল মান্নান ফারুক, সহকারী হল সুপার হিসেবে ছিলেন সাংবাদিক শহিদুল ইসলাম।


সপ্তম শ্রেণির শিক্ষার্থী খাদিজাতুন নাবিহা বলেন, সাবেক ছাত্র সংস্থা ওসমানিয়া মাদ্রাসার বৃত্তি পরীক্ষার প্রশ্ন খুব ভালো লেগেছে। বার্ষিক পরীক্ষার আগে এ ধরনের পরীক্ষা আমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক সহায়ক হবে।


অভিভাবক অ্যাডভোকেট ইকবাল হোসেন বলেন, এমন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে সাহায্য করবে। এছাড়া ধরনের পরীক্ষার মাধ্যমে বার্ষিক পরীক্ষার আগে ভীতি কমে যাবে।


বিবার্তা/মনির/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com