
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ চল্লিশপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি।
সভায় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান পিএসসি সীমান্ত এলাকায় বসবাসকারী জনসাধারণের উদ্দেশ্যে বলেন, বিজিবি লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, সীমান্ত এলাকার সকলের সাথে যোগাযোগ স্থাপন ও সুসম্পর্ক বজায় রাখা।
তিনি আরও বলেন, মাদক ও চোরাকারবারিদের সম্পর্কে সচেতন থেকে সকলের সহযোগিতায় তা প্রতিহত করা। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করা। মাদক পাচারকারীদের অবৈধ উপার্জন থেকে দূরে রেখে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। গ্রামবাসীর পাশে থেকে বিজিবি’র সহায়তা প্রদান। সীমান্তে নিরাপত্তা ও সামাজিক বৈষম্য দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
এছাড়াও মতবিনিময় সভায় চোরাচালান ও মানব পাচার বিরোধী আলোচনাসহ নারী ও শিশু পাচাররোধের বিষয়ে আলোচনা করা হয়।
বিবার্তা/শরীফুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]