
রাজধানীর পল্লবীতে মো. আহাদ (৪০) নামে একজন বাবা তার দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে ঘাতক বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
১৬ নভেম্বর, শনিবার সকালে এ ঘটনা ঘটে। এরপর দুপুর ১.৩০ টার দিকে আহত বাবাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে নিহত ছেলেদের নাম পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ৭ বছর ও আরেকজনের বয়স ৩ বছর।
পল্লবী থানার সহকারী উপ পরিদর্শক( এএসআই) আব্দুল হাই জানান, শনিবার (১৬ নভেম্বর) সকালের দিকে আমরা খবর পেয়ে আমাদের কর্মকর্তাসহ ঘটনাস্থল পল্লবীর বাইগারটেকে একটি বাসায় যায়। সেখানে দুই ছেলেকে জবাই করে ছেলের বাবা নিজের গলায় ছুরি বসিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালের নাক কান গলা (ইএনটি) বিভাগে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান তার অবস্থা আশঙ্কাজনক।
বিবার্তা/বুলবুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]