
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক দ্বন্দ্ব, সংঘাত, হামলা-লুটপাট ও চাঁদাবাজদের গডফাদার হিসেবে পরিচিত কানাই-বলাই গ্রুপের গ্যাংলিডার সন্ত্রাসী জুয়েল হাসানসহ দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
১৫ নভেম্বর, শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ভুলুন্দিয়া গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
কানাইয়ের ছেলে জুয়েল ও বলাইয়ের ছেলে রানাকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে যৌথবাহিনী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন অভিযোগের ভিত্তিতে কানাইয়ের ছেলে জুয়েল ও বলাইয়ের ছেলে রানাকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে যৌথবাহিনী। এসময় তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ৬ বোতল ফেন্সিডিল ও বিভিন্ন রকমের ২৫টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, যৌথবাহিনীর অভিযানে গ্রেফতারকৃত জুয়েল ও রানার বিরুদ্ধে অস্ত্র-মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের পরিবারটির বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]