দুবলারচরে শুরু তিনদিনের রাস উৎসব
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১৯:২৩
দুবলারচরে শুরু তিনদিনের রাস উৎসব
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গোপসাগর তীরে দুবলার আলোরকোলে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের তিনদিনের রাস উৎসব। শনিবার প্রত্যুষে সাগরের প্রথম জোয়ারে পুণ্য স্নানের মধ্যে দিয়ে রাস উৎসব শেষ হবে।


দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি ও রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, দুবলার আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনের রাস উৎসব শুরু হয়েছে।


শনিবার প্রত্যুষে পূর্ণিমার ভরা জোয়ারে পুণ্যার্থীরা সাগরে পুণ্য স্নান শেষ করে বাড়ির পথে রওনা হবেন। রাশ উৎসব উপলক্ষ্যে এবার দুবলার আলোর কোলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় বারো হাজার পুণ্যার্থী জড়ো হয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের পূজা অর্চনা করার জন্য আলোরকোলে নির্মাণ করা হয়েছে অস্থায়ী রাধা কৃষ্ণের মন্দির।


পুণ্যার্থীরা শুক্রবার রাতে অস্থায়ী মন্দিরে রাধা কৃষ্ণের লীলা কীর্তন সহ নানাবিধ আচার পালন করবেন।


এখানে আগত পুণ্যার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য বন বিভাগ, পুলিশ সহ বিভিন্ন বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। তাদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। রাশ উৎসব উপলক্ষ্যে আলোরকোলে বসেছে বিভিন্ন সামগ্রীর দোকান। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় নির্বিঘ্নে রাস উৎসব সম্পন্ন হবে বলে কামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন।


জেলে পল্লি দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, দুবলারচরে রাস উৎসবে আগত সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তায় ও বনজ সম্পদ রক্ষায় বনরক্ষীরা তাদের স্বাভাবিক টহল কার্যক্রম জোরদার করেছেন।


বিবার্তা/শশী/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com