
শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১টি ঔষধ ও মুদি দোকানীকে অর্ধ লক্ষাধিক টাকা অর্থদন্ড দিয়েছে। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ ও বাংলাদেশ সেনাবাহিনী শরণখোলা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন মো. মোহাইমেন যৌথভাবে উপজেলা সদর রায়েন্দা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পণ্য রাখায় ভোক্তা অধিকার আইনে অভিযুক্ত করে ১১টি ঔষধ ও মুদি দোকানীকে অর্থদন্ড করেন।
অভিযানে মোট ৫০ হাজার ৫'শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় বাগেরহাট ড্রাগ সুপার দোলেনা খাতুন ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ বলেন, ভেজাল পণ্য, বাজারদর নিয়ন্ত্রণসহ সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে।
বিবার্তা/শশী/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]