দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১৬:৫৫
দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্প কুষ্টিয়া (রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি) এর অভিযানে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন থেকে দুটি বিদেশী পিস্তল ও তার ১২ রাউন্ড গুলি, দুটি দেশীয় তৈরী ওয়ানশুটার গান ও তার ৭ রাউন্ড গুলি, একটি এয়ারগান ও তার ১১৮ রাউন্ড গুলি, নয়টি ককটেলসহ দেশীয় তৈরি বিপুল পরিমাণ রামদা, হাসুয়া, হাতকুড়াল, ছুরি উদ্ধার করা হয়েছে।


এসময় পিয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের ছেলে জারিফ হাসান (জিমি করিম বিশ্বাস) (২৮), নজরুল করিম বিশ্বাসের ছেলে ও পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ আলী বিশ্বাস (৪০), সাহেব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) কে আটক করা হয়।


আটককৃতদের বাড়ি পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে।


সেনাবাহিনী ক্যাম্প কুষ্টিয়া সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিনগত রাত ২ টার পরে ক্যাপ্টেন মেহেদী হাসানের নেতৃত্বে ৩০ জনের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার পিয়াপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে অভিযান পরিচালনা করে অস্ত্র গোলাবারুদ উদ্ধার সহ তিনজনকে আটক করে।


দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জগন্নাথপুর গ্রাম থেকে অস্ত্র, গোলাবারুদসহ তিন জনকে আটক করা হয়। তারা বর্তমানে সেনাবাহিনী ক্যাম্প কুষ্টিয়াতে আছে, কিছু সময় পরে তাদের থানায় নিয়ে আসা হবে এবং আইনগত পদক্ষেপ শুরু হবে।


বিবার্তা/তুহিন/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com