রাজধানীর ডেমরার বাদশা মিয়া রোডের বহুতল নির্মাণাধীন ভবনের ছয় তলার লিফট থেকে পড়ে মোহাম্মদ সাদ্দাম হোসেন (৪০) নামে এক বিদ্যুৎ মিস্ত্রি নিহত হয়েছেন।
১৪ নভেম্বর, বৃহস্পতিবার দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে সহকর্মীরা অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে তার সহকর্মী মোহাম্মদ সালাউদ্দিন জানান, সাদ্দাম বেসরকারি বিদ্যুৎ মিস্ত্রি ছিলেন। আজ দুপুরের দিকে নির্মাণাধীন ১৬ তলা ভবনের ছয় তলায় বিদ্যুতের ওয়ারিং এর তার টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিফটের ফাঁকা দিয়ে নিচে পড়ে যায় সে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, মৃত সাদ্দামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায়। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি। তার পিতা মো. ইসমাইল হোসেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]