
সাতক্ষীরার তালায় আট দলীয় দুই লক্ষ টাকার নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকালে তালার চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তালা সাংবাদিক ফোরাম ও চরগ্রাম আদর্শ যুব সংঘের আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মশারাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু ভাই, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, অধ্যাপক সাইদুর রহমান সাইদ, তালা প্রেসক্লাবের আহবায়ক এমএ হাকিম, যুবদল নেতা মেহেদী হাসান, লাভলুর রহমান, কামাল হোসেন, সাংবাদিক সেকেন্দর আবু জাফর বাবু, সেলিম হায়দার, রোকনুজ্জামান টিপু, মো. শফিকুল ইসলাম, আসাদুজ্জামান রাজু প্রমুখ।
খেলায় ডুমুরিয়া ডায়াগনস্টিক এ্যান্ড কনসাল্টেশন সেন্টার ফুটবল একাদশ ১-০ গোলের ব্যবধানে পাইকগাছা মেহেরাব ফুটবল একাডেমিকে পরাজিত করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. আবু সুফিয়ান। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক শেখ মো. অলিউল ইসলাম। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন।
বিবার্তা/সেলিম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]