চাকুরি জাতীয়করণের দাবিতে ফেনীতে নকলনবিশদের কর্মবিরতি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১৬:৫৬
চাকুরি জাতীয়করণের দাবিতে ফেনীতে নকলনবিশদের কর্মবিরতি
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রেজিস্ট্রি অফিসের নকলনবিশদের চাকুরি জাতীয়করণের দাবিতে সারাদেশের ন্যায় ফেনীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।


১২ নভেম্বর, মঙ্গলবার সকালে জেলা রেজিস্ট্রি অফিসের সামনে একদফা আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বৈষম্যবিরোধী নকলনবিশ দাবি আদায় পরিষদের নেতৃবৃন্দ। গত ২৪ দিন সারাদেশে একযুগে এ আন্দোলন চলছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।


জানা গেছে, ব্রিটিশ আমল থেকে আইন মন্ত্রণালয়ের অধীনে আদালত ও রেজিস্ট্রি অফিসে কমিশনের ভিত্তিতে লিখকের কাজ করেন এক্সট্রা মোহরার বা নকলনবিশগণ। দীর্ঘ আন্দোলনের ফলে আদালতের নকলনবিশদের চাকুরি জাতীয়করণ করা হলেও বৈষম্যের শিকার হয়েছেন রেজিস্ট্রি অফিসের নকলনবিশগণ। চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে শুক্রবার (১৮ অক্টোবর) থেকে সারাদেশে একযুগে কর্মবিরতি পালন করে আসছে নকলনবিশগণ।


বৈষম্যবিরোধি নকলনবিশ দাবি আদায় পরিষদ ফেনীর আহ্বায়ক দিদারুল আলম বলেন, আমরা সরকারি দপ্তরে বসে, সরকারি বালামে, সরকারের নির্দেশনায় কাজ করি কিন্তু আমরা শতভাগ বেসরকারি। আদালতের নকলনবিশদের চাকুরি স্থায়ীকরণ করা হয়েছে কিন্তু আমরা বৈষম্যের শিকার।


যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ বলেন, দলিলের প্রতি পাতার জন্য দলিল গ্রহীতার কাছ থেকে ৬০ টাকা নেয়া হয়, এর মধ্যে নকলনবিশদের ২৪ টাকা দেয়া হয়, বাকি টাকা সংশ্লিষ্ট কর্মকর্তার অ্যাকাউন্টে গচ্ছিত রাখা হয়। অথচ আমরা একদিন কাজ না করলে বা অনুপস্থিত থাকলে কোন বেতনভাতা পাইনা। ঈদ পূজা পার্বণে আমাদের কোনো বোনাস নেই। এভাবে চলতে পারেনা, এমন বৈষম্য মেনে নেয়া যায় না।


পরিষদের সদস্য সচিব সামসে তাবরিজ বলেন, বর্তমানে বৈষম্য বিরোধী সরকার ক্ষমতায়। তাই আমাদের জাতীয়করণের দাবি এখন জোরালো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।


অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী নকলনবিশ দাবি আদায় পরিষদ ফেনীর উপদেষ্টা সাইফুল আযম, আবদুল্লাহ আলম মামুন, যুগ্ম আহ্বায়ক দিপ্তি প্রভা, শহীদুল ইসলাম প্রমুখ।


এসময় ফেনীর সকল সাব রেজিস্ট্রি অফিসের নকলনবিশগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/মনির/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com