কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর, সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক জুবায়েদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় কুষ্টিয়া জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান বলেন, সাংবাদিকদের বলা হয়ে থাকে সমাজের দর্পণ। কারণ সমাজে কি হচ্ছে না হচ্ছে সেটি আপনারা সঠিকভাবে তুলে আনবেন। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সত্য সংবাদ পরিবেশন করবেন, আমি বিশ্বাস করি আপনারা করেন এবং সত্য সংবাদই প্রকাশ করবেন। কারণ মিথ্যার জায়গা বাংলাদেশে এখন আর আমার মনে হয় থাকবে না। এমন হতে পারে তথ্য কালেকশনের সময় ভুল হয়েছিল, সেটা হতেই পারে কিন্তু ইনটেনশনালী মিথ্যা খবর প্রচার করবেন আমরা কেউই তা গ্রহণ করবো না।
মতবিনিময় সভায় কুষ্টিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরীফুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]