শরণখোলায় পিএফজির পরিকল্পনা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ২২:০৩
শরণখোলায় পিএফজির পরিকল্পনা সভা অনুষ্ঠিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শরণখোলায় সর্বদলীয় প্লাটফরম পিএফজির সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।


১০ নভেম্বর, রবিবার বিকালে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, পিএফজি উপজেলা সমন্বয়কারী সাংবাদিক ইসমাইল হোসেন লিটন।


সভায় পরিকল্পনাপত্র উপস্থাপন করেন, দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জবেদ।


সভায় উপজেলায় শান্তি-শৃংখলা বজায় রাখার বিষয়ে আলোচনা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, বিএনপি নেতা আলতাফ হোসেন জোমাদ্দার, বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন বাদশা, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সাব্বির আহমেদ মুক্তা, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, শরণখোলা প্রেসক্লাবের আহবায়ক শেখ মোহাম্মদ আলী, সাংবাদিক নজরুল ইসলাম আকন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদার, সিপিবি উপজেলা কমিটির সম্পাদক রতন কুমার দাস, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মামুন গাজী প্রমূখ।


সভায় আন্তঃ ধর্মীয় সংলাপ, আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপনসহ রাজনৈতিক ,ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দলমত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে শরণখোলা উপজেলার সকল জনগনকে সাথে নিয়ে কাজ করার পরিকল্পনা ও বাস্তবায়ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।


বিবার্তা/শশী/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com