ফেনীতে পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ২৮০ কেজি পলিথিন জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
১০ নভেম্বর, রবিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো: জাহাঙ্গীর আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, রবিবার (১০ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাহাঙ্গীর আলম ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তানবির হোসেন নেতৃত্বে একটি টিম ফেনী শহরের রামপুর শাহীন একাডেমি রোডস্থ অয়ন প্লাস্টিক কারখানায় অভিযান চালান।
এসময় সরকারি নিষিদ্ধ ২৮০ কেজি পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
নিষিদ্ধ পলিথিন পণ্য উৎপাদন করায় অয়ন প্লাস্টিক কারখানার মালিক নাজমুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের ল্যাব এটেনডেন্ট সাইফুল করিম, নমুনা সংগ্রহ কারী জাহাঙ্গীর আলম ও জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
অভিযান শেষে পলিথিন ব্যবহার না করার জন্য দোকানদার, ক্রেতা, বিক্রেতা সবাইকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]