নড়াইলে বিশেষ টাস্কফোর্স ও ভোক্তার অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৮ নভেম্বর, শুক্রবার বিকেল ৪টার দিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনা সংক্রান্ত জেলার বিশেষ টাস্কফোর্স কমিটি কর্তৃক নড়াইল সদরের মাইজপাড়া বাজার তদারকিকালে টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।
ভোক্তার সহকারি পরিচালক শামীম হাসান জানান, জেলার বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সদরের মাইজপাড়া বাজার তদারকিকালে ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৫১ ধারায় যথাক্রমে মেসার্স আনন্দ স্টোর কে ৫ হাজার টাকা এবং মেডিসিন র্কণার কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী নড়াইল ক্যাম্পের সেনা সদস্যরা, জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য কনজুমাসর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জেলা কমিটির সেক্রেটারী কাজী হাফিজুর রহমান, ছাত্র প্রতিনিধি নবাব মোল্যাসহ অন্যান্য সদস্যরা।
ভোক্তার সহকারি পরিচালক শামীম হাসান আরো জানান, দোকানের পণ্যের বিক্রির মূল্যে তালিকা ও মেমো না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করে বিশেষ টাস্কফোর্স কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বিবার্তা/শরিফুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]