চুয়াডাঙ্গায় ভেজাল শিশুখাদ্য বিক্রেতাকে ৪ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৮:২২
চুয়াডাঙ্গায় ভেজাল শিশুখাদ্য বিক্রেতাকে ৪ লাখ টাকা জরিমানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় অননুমোদিত, নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য, মেয়াদ উত্তীর্ণ, মূল্যবিহীন পণ্য ও বিক্রির অভিযোগে 'জনি স্টোর' নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বুধবার (৬ নভেম্বর) সকালে জেলা শহরের বড় বাজার এলাকায় অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।


অভিযান সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪১, ৫১, ৫৫ ধারায় জনি স্টোরের মালিক মো: হামিদুর রহমান জনিকে চার লক্ষ টাকা জরিমানা করা হয়। একইসাথে প্রতিষ্ঠানের অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য, মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্যে ভর্তি ৬টি গোডাউন সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে এই শিশুখাদ্যগুলো দোকান মালিক সমিতি, চেম্বার অফ কমার্স, সাংবাদিকবৃন্দ, ছাত্র প্রতিনিধি ও সচেতন ভোক্তাদের উপস্থিতিতে টাস্কফোর্স কমিটির মাধ্যমে ধ্বংস করা হবে।


তিনি আরও বলেন, জনি স্টোরের মালিককে কয়েক বছর আগে একই অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু তিনি এর পরেও সংশোধন না হয়ে তার নকল ভেজাল শিশুখাদ্যের ব্যবসা আরও বিস্তরভাবে চালিয়ে যাচ্ছিলেন। শুধু চুয়াডাঙ্গা নয় পার্শ্ববর্তী জেলা মেহেরপুর, ঝিনাইদহ ও সকল উপজেলাগুলোতেও তিনি এই নকল, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ শিশুখাদ্য ডিলার হিসেবে সাপ্লাই দেন।


অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: রাশেদুজ্জামান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, নিরাপদ খাদ্য প্রতিনিধি, চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়িক নেতৃবৃন্দ। আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করেন জুলফিকার এর নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি টিম।


বিবার্তা/আসিম/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com