মো‌রেলগ‌ঞ্জে
একই স্থা‌নে বিএনপির দুই পক্ষের সভা, ১৪৪ ধারা জারি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১৭:৩৮
একই স্থা‌নে বিএনপির দুই পক্ষের সভা, ১৪৪ ধারা জারি
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

বা‌গেরহা‌টের মো‌রেলগ‌ঞ্জে একই সময়ে একই স্থানে বিএনপির দুই পক্ষের সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপ‌জেলা প্রশাসন।


আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সভাস্থলে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন।


৬ ন‌ভেম্বর, বুধবার সকা‌লে এ আদেশ জারি করেন।


জানা যায়, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাউলিয়া ইউনিয়ন বিএনপির বর্তমান আহ্বায়ক অ্যাড. আবদুস সালাম ও সাবেক সভাপতি সেলিম হাওলাদারের দুই পক্ষ বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় সন্ন্যাসী বাজারের মিজান মার্কেটের সামনে সভা ডেকেছিলো। দুটি পক্ষ একই স্থানে সভা ডাকায় পরিস্থিতি মারমুখী হয়ে ওঠে।


নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রাখতে সন্ন্যাসী বাজারসহ পার্শ্ববর্তী এলাকায় সকল ধরনের সভা, সমাবেশ, মিছিল মিটিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


বিবার্তা/রাজু/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com