
ঝিনাইদহের শৈলকূপার চাঞ্চল্যকর রানা হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী ও আসামি শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।
৫ নভেম্বর, মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দিনার বিশ্বাস শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ধলহরাচন্দ্র ইউনিয়নের ধলহরা গ্রামের মতিয়ার বিশ্বাসের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ শে জুলাই বিকালে শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে রানা আহমেদ মামাবাড়ি থেকে নিজ বাড়ি ফেরার সময় দিনার বিশ্বাসের নেতৃত্বে অস্ত্রধারী একদল সন্ত্রাসীরা তাকে হত্যার জন্য ধাওয়া করে। জীবন বাঁচানোর জন্য স্থানীয় সে একটি বাড়িতে আশ্রয় নেয় । তখন সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙ্গে তাকে কুপিয়ে হত্যা করে। সেই মামলায় নিহত রানার বাবা সাইফুল ইসলাম বাদি হয়ে শৈলকূপা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাসকে প্রধান আসামি করে ৬৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে শৈলকূপা থানায়। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কলাবাগান এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান জানান, রানা হত্যা মামলার প্রধান আসামি দিনার বিশ্বাসকে ঢাকার কলাবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে শৈলকূপা থানায় একাধিক মামলা রয়েছে।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]