
গাজীপুরের কাশিমপুর থানার মাধবপুর উত্তরপাড়া এলাকায় একটি ফ্ল্যাটের চারতলা থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৫ নভেম্বর, মঙ্গলবার রাত ২টার দিকে কাশিমপুর থানার পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন মো. রাসেল হোসেন (২৩) ও সুফিয়ান (২৪)। তাদের বাড়ি যথাক্রমে সাতক্ষীরা ও ভোলা জেলায়। কাশিমপুর থানার মাধবপুর উত্তরপাড়া এলাকায় ওই ফ্ল্যাটে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানার প্যাকেজিং বিভাগে কাজ করতেন এ দুই যুবক।
স্থানীয়রা জানান, নিহতরা মঙ্গলবার তাদের কারখানায় অনুপস্থিত ছিলেন। এ কারণে কারখানা কর্তৃপক্ষ প্রথমে তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোন বন্ধ থাকায় ছুটির পর কারখানা থেকে তাদের বাসায় লোক পাঠানো হয়। তারা বাসায় গিয়ে ফ্ল্যাটের দরজা ভেজানো অবস্থায় পান। পরে ভেতরে প্রবেশ করে মরদেহ ঘরের ফ্লোরে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বাড়ির কেয়ারটেকার বকুল ও মাহাবুব, শান্ত ও জাহিদ নামের তিন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জিএমপির কাশিমপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের গলা কাটা ছিল। ঘরের দরজা খোলা ছিল। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]