
খুলনায় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগনে আরিফুজ্জামান রূপম (৩৪) গণপিটুনিতে নিহত হয়েছেন।
সোমবার (৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে নগরীর দৌলতপুর আঞ্জুমান মসজিদ সড়কে এ ঘটনা ঘটে। রূপম ওই এলাকার কামাল উদ্দিন বাচ্চুর ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ ৪টি মামলা রয়েছে।
যৌথবাহিনীর একটি সূত্র জানায়, সোমবার ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত খুলনা মহানগরীর দৌলতপুরের আঞ্জুমান রোড এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রূপম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন জনগণ তাকে ধরে গণপিটুনি দেয়। পরে যৌথবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযান চলাকালে ২৭ বোতল ফেনসিডিল ও ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, আমরা শুনেছি সকালে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গণ্ডগোল করে। এটি যৌথবাহিনী জানতে পারে। তারা সেখানে গিয়ে দেখে একজন আহত অবস্থায় পড়ে রয়েছে।
তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে সে মারা যায়। রূপমের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মাদকসহ তিনটি মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেকে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
বিবার্তা/তুরান/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]