
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে ৫৮ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন।
রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মকরধ্বজপুর বর্ডার থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
৪ নভেম্বর, সোমবার সকালে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ।
তিনি বলেন, ভিকটিমের মাধ্যমে জানা যায় চোরাকারবারিরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে ভারতে পাচার করতে চেয়েছিল। ভিকটিমদের দেওয়া তথ্য অনুযায়ী নিজস্ব গোয়েন্দা সংস্থার বিভিন্ন মাধ্যম হতে পাওয়া সূত্রের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি দল ৩ নভেম্বর (রবিবার) সন্ধ্যার দিকে সীমান্ত পিলার-৫৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকরধ্বজপুর বর্ডার পাড়া গ্রামের মো. ফিরোজ এর খেজুর বাগানের মধ্যে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশির এক পর্যায়ে খেজুর বাগানের মধ্যে লুকিয়ে রাখা মাটির নিচ হতে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
তিনি আর বলেন, উদ্ধারকৃত পিস্তলটি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরির মাধ্যমে জমা করা হয়েছে।
বিবার্তা/রায়হান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]