
গাজীপুরের টঙ্গীর কেরাণিটেক বস্তিতে মাদকবিরোধী অভিযানে চালিয়েছে যৌথ বাহিনীর। অভিযানে অস্ত্র ও মাদকসহ ৪০ জনকে আটক করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টঙ্গীর কেরাণিটেক বস্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানে বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করে যৌথ বাহিনী।
অভিযানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে প্রায় ৫০০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]