
কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী ট্রেনে তল্লাশি চালিয়ে ১০ কোটি ৯৩ লাখ টাকার ভয়ঙ্কর মাদক লাইসারজিক অ্যাসিড ডাইথাইলামাইড (এলএসডি) উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি।
রোববার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার মিরপুর পোড়াদহ রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রেনে করে এলএসডির একটি বড় চালান বেনাপোল থেকে ঢাকা যাচ্ছে। এরই প্রেক্ষিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদহ রেলস্টেশনে অবস্থান নেয়।
বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন পোড়াদহ রেলস্টেশনে এলে বিজিবি টহলদল তল্লাশি শুরু করে। এসময় ৫০ এমএল এর ২১ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করে। এসময় ১৯টি কম্বল উদ্ধার করা হয়। এলএসডি ও কম্বলের আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৯৩ লাখ ১৪ টাকা।
উদ্ধারকৃত এলএসডি ও কম্বলের ব্যাপারে বিধি অনুযায়ী পোড়াদহ রেলওয়ে স্টেশন খানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]