
নাটোরের গুরুদাসপুর উপজেলার পৌর এলাকার ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল গফুর মোল্লা (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ নভেম্বর, শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার পৌর সদরের চাঁচকৈড় খামার নাচকৈড় খোয়ার পাড়া মহল্লায় ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত গফুর মোল্লা মৃত আহাদ আলী মোল্লা’র ছেলে। এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন শিশুটির পিতা সাইফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত গফুর মোল্লা ও শিশুটির পরিবার একই মহল্লায় পাশাপাশি বাড়িতে থাকতেন। দুপুর ১২টার দিকে বাড়ির পাশের এক লিচু বাগানে অন্যান্যদের সাথে খেলা করতে গিয়েছিল শিশুটি। এমন সময় শিশুকে ভূতের ভয় দেখিয়ে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক তুলে নিয়ে আড়ালে গলা চেপে ধর্ষণের চেষ্টা চালায়। এতে শিশুটির যৌনাঙ্গ ক্ষত বিক্ষত হয়। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে শিশুটির মা শাপলা দেখতে পায়। জিজ্ঞাসাবাদে মাকে বিষয়টি খুলে বলে শিশুটি। অবস্থা খারাপ হলে সেই দিন দুপুর ২টার দিকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে শিশুটির বাবা ও মা । বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের পরপরই অভিযুক্ত গফুর মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই দুপুরের তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/জনি/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]