
মানিকগঞ্জের সিংগাইরে বিদেশি পিস্তল, ইয়াবা ট্যাবলেট (মাদক) ও নগদ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছেন সিংগাইর থানা পুলিশ।
শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (ঘোনাপাড়া) এলাকা থেকে তাদের আটক করা হয়।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কলাতিয়া নিশান বাড়ি এলাকার মৃত.জহিরুল ইসলামের ছেলে মো. শাহিনুর ইসলাম (২৯) ও একই জেলার ধামরাই থানার কালামপুর মধ্য পাড়া এলাকার মো. মোতালেবের ছেলে মো. সুমন মিয়া (২১)।
থানা পুলিশ জানায়, উপজেলার বড়বাকা এলাকার মাদককারবারি কোহিনুর ইসলাম ওরফে কহির (৩৪) নিকট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বহিরাগত শাহিন ও সুমন ইয়াবা ট্যাবলেট (মাদক) বিক্রি করতে আসে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল হাসান ও সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ উপ-পরিদর্শক মো. ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২ জনকে আটক করেন।
পরে দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুইশত ৯৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৫ হাজার ৮৫০ টাকা উদ্ধার করেন। এসময় স্থানীয় মাদককারবারি কোহিনুর পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত দুই জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের তথ্য অনুযায়ী উপজেলার বড়বাকা দক্ষিণ পাড়া সরস মার্কেট সংলগ্ন জনৈক আব্দুল হাকিম ওরফে হাকির বাড়ি পূর্ব পাশে ঘাস ক্ষেতে তাদের লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আগ্নেয়াস্ত্র আইনে পৃথক ২ টি মামলা হয়েছে।
তিনি আরও বলেন, সুযোগ্য জেলা পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) মো.বশির আহমদ স্যারের দিক নির্দেশনায় আমাদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে। আমার ক্লিয়ার মেসেজ হচ্ছে এ থানা এলাকায় হয় মাদক থাকবে, না হয় পুলিশ থাকবে।
বিবার্তা/হাবিবুর/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]