
নাটোরের সিংড়ায় কলম ইউনিয়নের জগতপুর গ্রামে রবিন উদ্দিন নামে এক খামারির ৮০০ মুরগিসহ খামার পুড়ে গেছে।
৩ নভেম্বর, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জগতপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে খামারসহ ৮০০ মুরগি পুরে ছাই হয়ে যায়।
খামারি রবিন উদ্দিন বলেন, আমার একমাত্র আয়ের উৎস এই ফার্ম। আমার প্রায় সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেছি। ঋণ করে খামার পরিচালনা করি। কাজী কোম্পানি থেকে আমি ঋণ নিয়ে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছি। আজ সকালে হঠাৎ করে জানতে পারি আমার মুরগির ফার্মে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে।
সিংড়া উপজেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ফর্মটি পরিদর্শন করেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং কাজী কনট্রার্ক ফার্মিং এর এরিয়া ম্যানেজার এর সাথে কথা বলেছি। ক্ষতিগ্রস্ত খামারিকে সিংড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
বিবার্তা/রাজু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]