
"সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাগুরার শালিখায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে৷
২ নভেম্বর, শনিবার এ উপলক্ষ্যে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে স্থানীয় আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মো. বাহারুল ইসলাম৷
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নূরুল ইসলাম৷
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান মিল্টন ,সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াতের যুব ও শ্রম বিষয়ক সম্পাদক মো. শাহিনুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. হাসিবুল ইসলাম, প্রধান শিক্ষক আশরাফুল আলম লিটন প্রমুখ৷
বিবার্তা/মনিরুল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]