
মোংলা বন্দরের পশুর নদীতে এলপিজি পরিবহনকারী কার্গো জাহাজের ধাক্কায় কাঁকড়া ধরার ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়লা বহনকারী অপর একটি কার্গো জাহাজ ।
শুক্রবার (১ে নভেম্বর) রাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলের করমজল এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলের সন্ধানে দুর্ঘটনাকবলিত এলাকায় অভিযান চালাচ্ছেন কোস্ট গার্ডের ডুবরি দল।
মোংলা কোস্ট গার্ড জানায়, মোংলা বন্দরের পশুর চ্যানেলের করমজল এলাকায় কয়লা বহনকারী কার্গো জাহাজ 'এম,ভি মিজান' কে ধাক্কা দেয় এলপিজি গ্যাস বহনকারী অপর কার্গো জাহাজ 'এম,ভি এরা স্টার'। এতে এম,ভি মিজান জাহাজের সম্মুখ ভাগ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া এম,ভি এরা স্টার জাহাজের ধাক্কায় পাশের একটি কাঁকড়া ধরার ট্রলার ডুবে যায়।
ওই সময় ট্রলারে থাকা লোকমান হাওলাদার (১৮) নামের এক জেলে নদীতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজ জেলে খুলনা জেলার দাকোপ উপজেলার রুয়োকাটা গ্রামের বাসিন্দা।
নিখোঁজ জেলেকে উদ্ধারে রাত থেকেই ওই এলাকায় অভিযান শুরু করেছেন কোস্ট গার্ডের ডুবুরিদলসহ দুইটি টহল টিম।
এছাড়া দুর্ঘটনার শিকার কার্গো জাহাজ এম,ভি মিজান'কে বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জলযানের মাধ্যমে নিরাপদে সরিয়ে নিয়েছে কোস্ট গার্ড।
বিবার্তা/জাহিদ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]