লেবু বাগানে মিললো গৃহবধূর মরদেহ
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১১:৩১
লেবু বাগানে মিললো গৃহবধূর মরদেহ
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সালমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (১ নভেম্বর) রাত ১১ টার দিকে ইসলামপুর ইউনিয়নের রামদিয়া গোবিন্দপুরের একটি লেবু বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়।


নিহত সালমা উপজেলার ইসলামপুর ইউনিয়নের সৈয়দ আলী মন্ডলের মেয়ে। সে দুই সন্তানের জননী। প্রায় ১৮ বছর আগে পারিবারিকভাবে একই ইউনিয়নের ইসলাম সরদারের ছেলে আকামদ্দির সঙ্গে বিয়ে হয়। গত ৫/৬ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।


ইসলামপুর ইউপি মেম্বার ছুরাফ হোসেন জানান, নিহত সালমার সঙ্গে স্বামী আকামদ্দির বিচ্ছেদের পর থেকে বাবার দেয়া জমিতে বাড়ি করে ছেলে মেয়ে নিয়ে থাকতেন। গতকাল বাবার বাড়ি আসেন। রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে না ফেরায় ছেলে নানা বাড়ি খোঁজ নিতে আসে। সেখানেও না পেয়ে ফেরার পথে পড়ে থাকা স্যান্ডেল দেখে ভিতরে খুঁজতে গিয়ে মায়ের মরদেহ দেখে।পরে পুলিশে খবর দেয়া হলে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।


বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, গতরাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লেবু বাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/মিঠুন/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com