
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগ সরকার পতনে আন্দোলনকারী ছাত্র-জনতার উপর হামলাকারীদের বিচার করতে হবে। খুনিরা কিভাবে পালিয়ে গেল দেশবাসী তা জানতে চায়। টাকা লুটপাটকারী দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্তসহ নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।
১ নভেম্বর, শুক্রবার বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখা আয়োজিত শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরে গণসমাবেশে একথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ খায়রুজ্জামানের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইশা আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহম্মাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান,কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. জান্নাতুল ইসলাম, জাতীয় ওলামা মাসায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা তাজুল ইসলাম ও জেলা কমিটির সেক্রেটারি ডা. নাসির উদ্দিনসহ প্রমুখ।
বিবার্তা/শরিফুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]