
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে প্রাইভেটকারের সঙ্গে টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে টমটমের চালক নিহত হয়।
১ নভেম্বর, শুক্রবার দুপুরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, গুরুতর আহত অবস্থায় টমটমের চালককে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম মো. শাকিল (২৩)। নিহত টমটম চালক কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার কুটার জঙ্গল গ্রামের মো. হিরণ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শাকিল টমটম গাড়ি নিয়ে সকালে বের হয়। নরসিংদীর পাঁচদোনা এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকারের সঙ্গে টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় টমটম গাড়ির চালক। স্থানীয় এলাকাবাসী প্রথমে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জানতে পেরেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চালকের মরদেহ রয়েছে। সেখান থেকে নিহতের মরদেহ ময়নাতদন্ত করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
বিবার্তা/কামরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]