ঝিনাইদহে হেফাজত ইসলামের সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ২০:০৩
ঝিনাইদহে হেফাজত ইসলামের সম্মেলন অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে প্রথমবারের মতো হেফাজত ইসলাম বাংলাদেশ এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


৩১ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে ঝিনাইদহ জেলায় প্রথমবারের মতো সম্মেলন অনুষ্ঠিত হয় ।


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদসহ বিভিন্ন জেলা থেকে আগত হেফাজত ইসলামের নেতৃবৃন্দ।


অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জেলা হেফাজত ইসলামের আহ্বায়ক মুফতি আরিফ বিল্লাহ কাসেমী।


এ সময় বক্তারা বলেন, শাপলা চত্বরের নির্মমতা, ভয়াবহতা, প্রাণহানির কথা ভুলে গেলে চলবে না। হেফাজত ইসলাম একটি অরাজনৈতিক দল ছিল, আছে, থাকবে। তবে ইসলাম বিদ্বেষী কোন কর্মকাণ্ড যদি দেশে ঘটে সেখানে অবশ্যই শক্ত হাতে এবং প্রয়োজনে রক্ত দিয়ে তা প্রতিহত করবে আমাদের দল। দেশে নতুন সরকার এসেছে, সেই সরকার বিভিন্ন দলের মামলা প্রত্যাহার করেছে কিন্তু আমাদের মামলাগুলো এখনও সেই আগের অবস্থাতেই আছে। এ ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে হবে ।


তারা দাবি করেন, কাদিয়ানীকে নিষিদ্ধ করতে হবে। আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ (সা.) আমাদের শেষ নবী, এটাই সর্বজন স্বীকৃত ও প্রতিষ্ঠিত। এর বাইরে আমরা কোনো কিছুই মেনে নেব না। ইসলামকে সঠিকভাবে রক্ষা করা আমাদের প্রত্যেক মুসলমানের সবচেয়ে বড় দায়িত্ব ও কর্তব্য।


উল্লেখ্য, সম্মেলনে প্রধান অতিথি মুফতি আরিফ বিল্লাহ কাসেমীকে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক মাওলানা ওসমান গণির নাম ঘোষণা করেন। এর সাথে ২০ সদস্যের একটি কমিটি উল্লেখ করেন, যারা পরবর্তী ২০ দিনের মধ্যে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রের সাথে আলোচনা করে সমন্বয় করে নিবে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com