চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১০:৪৫
চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।


বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে ভোলাহাট উপজেলার খাপানির বিল এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন একই উপজেলার দুর্গাপুর কামারটোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলমগীর (২৫) ও ইয়াকুব (২২)।


স্থানীয়রা জানান, রাতে রহনপুর থেকে ভোলাহাটে ভ্যানে আসছিলেন কয়েকজন। এ সময় খাপানির বিল এলাকায় ভ্যানটি পৌঁছালে ডাকাতরা নারীদের স্বর্ণালংকারসহ টাকাপয়সা কেড়ে নেয়। নারীদের একজন ডাকাতদলের এক সদস্যকে চিনে ফেলে এবং চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে স্থানীয়রা ডাকাতদলকে ঘিরে ধরে। এ সময় ধাওয়া খেয়ে পালানোর সময় ইয়াকুব ও আলমগীর ধরা পড়ে। সেখানেই গণপিটুনিতে তারা মারা যান।


ডাকাতির শিকার এক নারী বলেন, শিবগঞ্জ বাজারের একটি এটিএম বুথ থেকে ২০ হাজার টাকা তুলে বাসায় ফিরছিলাম। পথে গাছের গুঁড়ি দিয়ে গতিরোধ করা হয় আমাদের। টাকাগুলো লুকানোর জন্য বাচ্চার ফিডারের মধ্যে রাখলেও তা ছিনিয়ে নেয়। পাশাপাশি আমার কানের দুল খুলে নেয় ডাকাত দলের সদস্যরা।


এ বিষয়ে ভোলাহাট থানার ওসি শাহীনুর রহমান গণমাধ্যমকে বলেন, ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিবার্তা/লিটন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com