
রাজধানীর সবুজবাগে একাধিক মামলার আসামি রমজান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
৩০ অক্টোবর, বুধবার বিকেলে সবুজবাগের বাইকদিয়া এলাকায় স্থানীয়রা তাকে পিটিয়ে হত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, স্থানীয়রা রমজানকে আটক করে এবং পরে পিটিয়ে হত্যা করে। রমজানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি এলাকায় প্রবেশ করলে স্থানীয়রা তাকে ধরে ফেলেন।
তিনি আরও বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে রমজানকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে গত ৫ আগস্ট সরকার পতনের পর জামিনে বেরিয়ে আসেন তিনি।
উল্লেখ্য, রমজানের বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতিসহ প্রায় ডজনখানেক মামলা আছে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]