
রাজধানীর উত্তরায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে আটক হয়েছে তার দুই সহযোগীকেও। উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র ও মাদক।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উত্তরা-৮ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে অভিযোগ, সরকার পতনের পর উত্তরা পূর্ব থানার অস্ত্র লুট, চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা এবং কিশোর গ্যাং পুষে পুরো এলাকায় ত্রাস ছড়িয়েছেন তিনি।
যৌথ বাহিনী অভিযান চালিয়ে বেশকিছু দেশি-বিদেশি অস্ত্র, মাদক এবং দুইটি জার্মান শেফার্ড কুকুর উদ্ধার করেছে। এছাড়াও থানা থেকে লুটকৃত অস্ত্র এবং মাদকও উদ্ধার করা হয়। বস্তির কাছেই খোঁজ মিলেছে তার বিলাসবহুল বাড়ির।
যৌথ বাহিনী জানিয়েছে, আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান থাকবে এই অভিযান।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]