
নড়াইলের লোহাগড়ায় সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহান।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, বিএনপির উপজেলা কমিটির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলার জামায়াত ইসলামের আমির হাদিউজ্জামান, সাংবাদিক রেজাউল করিম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।
বিবার্তা/শরিফুল/রোমেল/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]