গোপালগঞ্জে বিনাধান- ১৭ এর বাম্পার ফলন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১৫:৫৮
গোপালগঞ্জে বিনাধান- ১৭ এর বাম্পার ফলন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমনের জাত বিনাধান- ১৭ এর বাম্পার ফলন হয়েছে। এর হেক্টরপ্রতি ফলন হয়েছে সাড়ে সাত টন, যা স্থানীয় অন্যান্য আমনের জাতের তুলনায় অনেক বেশি।


২৯ অক্টোবর, মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের কৃষক ফরহাদ হোসেনের জমির মাঠ দিবসে এই তথ্য জানানো হয়।


মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার মহাপরিচালক ড. মো: আবুল কালাম আজাদ।


বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো: কামরুজ্জামানের সভাপতিত্বে বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী ও ফার্ম ম্যানেজার মো: আলমগীর কবির বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, বিনাধান - ১৭ রোগবালাই সহিষ্ণু একটি উচ্চ ফলনশীল আমনের জাত। এই ধান চাষে কৃষকের সার ও সেচ কম লাগার পাশাপাশি ফলন অনেক বেশি আসে। এর জীবনকাল কম হওয়ায় কৃষক তিন ফসলি জমিকে ৪ ফসলি জমিতে রুপান্তর করতে পারে।


বিবার্তা/সঞ্জয়/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com