
কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে নিখোঁজ দুই পুলিশ সদস্যকে উদ্ধারে দ্বিতীয় দিনের মত অভিযান শুরু করেছে ডুবুরি দল।
২৯ অক্টোবর, মঙ্গলবার সকাল থেকে পদ্মা নদীতে এ অভিযান শুরু করেন তারা।
খুলনা থেকে আসা ডুবুরি দল গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে নিখোঁজ পুলিশ সদস্যদের সন্ধান না পেয়ে অভিযান শেষ করেন।
এদিকে নদীপাড়ে নিখোঁজ পুলিশ সদস্যদের অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্য ও স্বজনরা।
সোমবার ভোরে একটি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস্য ছানোয়ার ও আনোয়ার কুমারখালী থানার ৬ জন পুলিশকে নিয়ে পদ্মা নদীতে যান। এসময় অবৈধভাবে জাল ফেলে মাছ শিকার করছিল জেলেরা। পুলিশের নৌকাটি জেলেদের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। এসময় নৌকায় থাকা কুমারখালী থানার এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছেন। হামলায় আহত হোন এসআই নজরুল ইসলাম ও কয়া ইউনিয়ন পরিষদের সদস্য ছানোয়ার হোসেন।
ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চললেও পদ্মা নদীতে প্রতিনিয়তই অবৈধভাবে মাছ শিকার করছে জেলেরা। সোমবার ভোরে স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় ৬জন পুলিশ নৌকা নিয়ে পদ্মা নদীতে যায়। এ সময় তারা অভিযানের নামে জেলেদের মাছ লুটে নেওয়ার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে জেলেরা তাদের উপর হামলা চালায়।
বিবার্তা/শরীফুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]