
ঝিনাইদহে এবার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৩ তম শাহাদাৎ বার্ষিকী ঘরোয়াভাবে পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা কিংবা জেলা প্রশাসন থেকে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি।
২৮ অক্টোবর, সোমবার দিনটি উপলক্ষ্যে মহেশপুর উপজেলায় বীরশ্রেষ্ঠের গ্রাম খোদ্দ খালিশপুর (হামিদ নগরে) নিজ নামে স্থাপিত কলেজে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর রফি উদ্দীনসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার চাপড়া থানার ডুমুরিয়া গ্রামে ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ এর ভারত বিভাগের পর তার দাদা, বাবারা চলে আসেন ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী উপজেলার খালিশপুর গ্রামে। ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন। পরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দক্ষিণ পূর্বে কমলগঞ্জ উপজেলার ধলই নামক স্থানে মুক্তি বাহিনীতে যোগ দেন। ২৮ অক্টোবর রাতে ধলইয়ের যুদ্ধে শহীদ হন। মৃত্যুর পর ভারতের ত্রিপুরা রাজ্যের অন্তর্গত আমবাসা নামক স্থানে একটি মসজিদের পাশে সমাহিত করা হয়। সুদীর্ঘ ৩৬ বছর পর ২০০৭ সালের ১১ ডিসেম্বর হামিদুরের দেহাবশেষ বাংলাদেশে নিয়ে এসে ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করে বাংলাদেশ সরকার।
বিবার্তা/রায়হান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]