জেনেভা ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ শিশুর মৃত্যু
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১৮:৪৫
জেনেভা ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ শিশুর মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ শিশু সাজ্জাদ হোসেন (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে।


সোমবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।


নিহতের বড়ভাই মুরাদ হোসেন জানান, গত (২৬ অক্টোবর) জেনেভা ক্যাম্পের ৮ নম্বর ব্লকে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের গোলাগুলিতে আমার ভাই সাজ্জাদ সহ আরো কয়েক জন গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আমার ভাইকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং অন্যান্যরা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নেন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই ২০৬ নম্বর ওয়ার্ডে মারা যায়। আমার ভাইয়ের বুকে, পেটে ও হাতে কয়েকটি গুলি লেগেছিল।


তিনি আরও বলেন, আমাদের এলাকায় গোলাগুলি নতুন কোন ঘটনা নয়। একদিন দুইদিন পর পর অহরহ ঘটনা ঘটছে। মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক সম্রাট সোহেল ওরফে বুনিয়া সোহেল, গাল কাটা মনু, চুয়া সেলিম, আকরাম, শাহ আলম, পিচ্চি রাজা ও কালিম জাম্বুর মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এ সংঘর্ষ চলে আসছে। আমার ছোট ভাই সেদিন পাম্পে পানি আনতে গিয়েছিল। এরপরই দুই পক্ষের গোলাগুলিতে আমার ভাই গুলিবিদ্ধ হয়, আজ চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় সে। এর আগেও গোলাগুলিতে বেশ কয়েকজন মারা যান।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো ফারুক বলেন, মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে গুলিবিদ্ধ শিশুটি আজ সকালে মারা যায় । মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com