
কুমিল্লার হোমনা এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের গোবিন্দ মজুমদার শুভ মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ করেছে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা।
২৮ অক্টোবর, সোমবার দুপুরে কলেজের নিজস্ব ক্যাম্পাসে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ র্যালি ক্যাম্পাস থেকে বের করে ইনস্টিটিউটের মূল ফটক ঘুরে একই স্থানে এসে সমাবেশ করে।
সম্প্রতি গোবিন্দ মজুমদার শুভ একটি ফেইসবুক কমেন্টে চিত্রা চৌধুরীকে মেনশন করে মহানবীর চরিত্র নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য লিখে পোষ্ট করে। এরপর এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। এ নিয়ে সুষ্ঠু বিচারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ করেছে এটিআই এর শিক্ষার্থীরা।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাজী ইমদাদুল হক, এটিআই ক্যাম্পাসের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম, ইমরুল কায়েস, রায়হান সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, হোমনা কুমিল্লা এটিআই এর শিক্ষার্থী গোবিন্দ মজুমদার শুভ মহানবীকে নিয়ে কটূক্তি করায় তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন, আমাদের নিয়ে অথবা মা-বাবাকে নিয়ে কটূক্তি করলে ছাড় দিতাম কিন্তু রাসূল (সা.)কে নিয়ে কটূক্তি করায় কোনো ছাড় দেয়া হবেনা।
বিবার্তা/রায়হান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]