বোয়ালমারীতে উন্নতমানের সরিষা বীজ ও কৃষি উপকরণ বিতরণ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১৬:২৮
বোয়ালমারীতে উন্নতমানের সরিষা বীজ ও কৃষি উপকরণ বিতরণ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় ফরিদপুর জেলার বোয়ালমারীতে কৃষকদের মাঝে সরিষার বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।


২৭ অক্টোবর, রবিবার বেলা ১১টায় এসডিসির কাদিরদী শাখা কার্যালয়ের হলরুমে সরিষার বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।


রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের উপ-প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বাস্তবায়ন করছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)। খাঁটি সরিষার তেল উৎপাদন ও স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করতে ৩শ কৃষককে উন্নতমানের বারি-১৪ ও বারি-১৮ জাতের সরিষা বীজ এবং বায়োভার্মা ও ভার্মি কম্পোস্ট সার প্রদান করা হয়।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসডিসির পরিচালক (প্রশিক্ষণ) কাজী মশিউর রহমান কচি। প্রধান অতিথির বক্তব্য রাখেন এসডিসির উপপরিচালক (অডিটর এন্ড মনিটরিং) খন্দকার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এসডিসির কাদিরদী শাখা ব্যবস্থাপক মো. রেজাউল ইসলাম আলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ শাহিন আলম। এ সময় প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রকল্প ব্যবস্থাপক মো. শাহিন আলম উচ্চ ফলনশীল সরিষার চাষাবাদ কৌশল সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষায় খাঁটি সরিষার তেলের বিকল্প নেই। উন্নত জাতের বারি ১৪ ও বারি ১৮ সরিষার ফলন বেশি। এই সরিষাতে ক্ষতিকর ইউরিক এসিড নেই বললেই চলে। এছাড়া এতে উপকারী ওমেগা-৩ ফ্যাটি এসিডের পরিমাণ বেশি। নিরাপদ ভোজ্যতেল উৎপাদনে বেশি করে সরিষা চাষের পরামর্শ দেন তিনি।


অনুষ্ঠানে উপস্থিত সরিষা চাষীরা ভবিষ্যতে আরও বেশি পরিমাণ জমিতে সরিষা চাষ করবেন বলে আগ্রহ প্রকাশ করেন।


বিবার্তা/মিলু/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com