
ফেনীতে টমটম চালক জাফর হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহসহ ৪ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২৩ অক্টোবর, বুধবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর হয়।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাসান তানিম টমটম চালক জাফর হত্যা মামলায় আসামীদের ৭ দিন করে রিমান্ড আবেদন করেন। আদালত হাজী রহিম উল্লাহসহ ৪ আসামির প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
বাদী পক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর আহমদ হত্যা মামলায় ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহকে গত ১২ অক্টোবর ঢাকার ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব-২।
উল্লেখ্য, ৪ আগস্ট ফেনী জেলরোডে শর্শদির ব্যাটারি চালিত রিকশা (টমটম) চালক জাফর আহম্মদকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বিবার্তা/মনির/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]