বিচারকের সঙ্গে অপেশাদার আচরণ: ৪ আইনজীবীকে শোকজ
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১৮:২৭
বিচারকের সঙ্গে অপেশাদার আচরণ: ৪ আইনজীবীকে শোকজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বারের আহ্বায়ক খোরদেশ আলমসহ চার আইজীবীকে বিচারকের সঙ্গে অপেশাদার আচরণের অভিযোগে শোকজ (কারণ দর্শানো) করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে এ বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।


জাতীয়তাবদী আইনজীবী ফোরামে কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল ওই ৪ আইনজীবীকে শোকজের সিদ্ধান্ত নেন।


রোববার (১৮ মে) দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমানে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার (১৭ মে) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলার শুনানিকে কেন্দ্র করে ফোরামের কয়েকজন সদস্য অপেশাদারিত্বমূলক আচরণ করেন, যা ইতোমধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। এতে দলীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।


এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন অযাচিত ও অপেশাদার আচরণের জন্য সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তাদেরকে আগামী তিন কার্যদিবসের মধ্যে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ফোরামের সভাপতি ও মহাসচিব বরাবর কারণ কারণ ব্যাখ্যা করার জন্য আহ্বান জানানো হয়েছে।


শোকজ হওয়া আইনজীবীরা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বারের আহ্বায়ক খোরদেশ আলম, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন, সদস্য অ্যাডভোকেট মো. জাবদ, সদস্য অ্যাডভোকেট এস এম ইলিয়াস হাওলাদার।


কেরাণীগঞ্জ মডেল থানার একটি হত্যা চেষ্টা মামলায় আসামি হানিফ মেম্বার গত ১২ মে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর শনিবার (১৭ মে) পুনরায় জামিন আবেদন করা হলে সেটিও নাকচ করেন বিচারক।


আদালতের বেঞ্চ সহকারী আব্দুল্লাহ আল মামুন জানান, জামিন না মেলায় খোরশেদ আলমসহ কয়েকজন আইনজীবী প্রকাশ্য আদালতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তারা বিচারককে ‘ফ্যাসিবাদের দোসর’, ‘আওয়ামী লীগের দালাল’ বলে মন্তব্য করেন এবং আদালতের কজলিস্ট ছুড়ে দেন।


এ ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়েছে। সেখানে দেখা যায়, আইনজীবী খোরশেদ আলম বিচারকের কাছে নথি দেখিয়ে বলেন, ‘ঘটনার তারিখ, সময়, স্থান সব একই, বাদী আলাদা-এটা কি সম্ভব?’ এরপর তিনি এজলাস ত্যাগ করেন। অপর আইনজীবী আবদুল খালেক মিলন বলেন, ‘আমরা সিএমএম কোর্টে রাজনীতি করেছি। আজকে শেখ হাসিনা পদত্যাগ না করলে আমরা গুম হয়ে যেতাম, খুন হয়ে যেতাম।’ বিচারকের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আজ আপনি যে চেয়ারে বসে আছেন, তা আমাদের কারণে।’


জানা গেছে, হানিফ মেম্বারের বিরুদ্ধে জমি দখল, ভাঙচুর, লুটপাট, যৌন নিপীড়ন ও হত্যাচেষ্টার অভিযোগে গত ৬ মে মামলা করেন বাদী ফজলুল হক। মামলায় বলা হয়, হানিফ মেম্বার ১৫ বছর ধরে নির্বাচিত না হয়েও ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে প্রভাব বিস্তার করে আসছেন। জমি দখল, গ্যাস সংযোগে অনিয়ম এবং অর্থ আত্মসাতসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com