
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউপির কুমারডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে খাজা মোল্যাকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এতে ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য পলাশ শেখকে প্রধান আসামি করে ৩৫ জনের নামে মামলা হয়েছে।
শনিবার (১৭ মে) লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই আলী হায়দার মোল্যা। মামলার ১৭ ও ২৭ নম্বর এজাহার ভুক্ত আসামি শেখ নিয়ামুল ইসলাম ও হোসাইন শেখ নামের দু’জনকে ঘটনার দিনই গোপালগঞ্জ থেকে আটক করা হয়।
উল্লেখ্য,লোহাগড়া উপজেলার ইতনা ইউপির ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা শেখ শাহাদুল ইসলামের সাথে সাবেক ইউপি সদস্য ও ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ শেখের দীর্ঘ দিন ধরে জমি-জমিা নিয়ে বিরোধ চলে আসছিল। এঘটনার জের ধরে গত বুধবার (১৪মে) সকালে কুমারডাঙ্গা বাজারে শাহাদুল মেম্বার সমর্থিত খাজা মোল্যাকে প্রতিপক্ষ পলাশ শেখের লোকজন ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম মামলার বিষয়টি রবিবার (১৮মে) সকালে নিশ্চিত করে বলেন,খাজা মোল্যা হত্যা মামলায় এজাহার ভুক্ত দু’জন আসামি আটক রয়েছে। তবে অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে ।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]