
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়া আলম সাম্য হত্যার প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহাবুব, কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল ও সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ।
এসময় ছাত্রদল নেতা আফিফ হাসান, মারুফ, রাশেদুল, রাব্বী, বায়জিদ, সাব্বীর, নাঈমুল ও সিহাব সহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/মনিরুজ্জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]