হিলি স্থলবন্দর দিয়ে ডিম আনার প্রস্তুতি নিচ্ছেন আমদানিকারকরা
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১৪:৪৯
হিলি স্থলবন্দর দিয়ে ডিম আনার প্রস্তুতি নিচ্ছেন আমদানিকারকরা
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের বাজারে ডিমের দাম উর্ধ্বমুখী হওয়ায় প্রথমবারের মতো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ডিম আমদানির প্রস্তুতি নিচ্ছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। আমদানিকারকরা বলছেন, দেশের বাজারে ডিমের দাম দিন দিন বেড়ে চলছে। তাই ভারত থেকে ডিমের আমদানি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য দিকে বাজারের ডিম ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ডিম আমদানি হলে বাজারে ডিমের দাম কমে আসবে বলে আশা করছি।


হিলি বাজারের পাইকারি ডিম ব্যবসায়ী কাউছার আহম্মেদ মানিক বলেন, নিত্যপণ্যের দাম বাড়ায় ও দেশের বাজারে চাহিদা হিসাবে ডিমের সরবরাহ কম থাকায় বাজারে ডিমের দাম বাড়ছে। আমাদের বিভিন্ন এলাকা থেকে ডিম কিনে আনতে হয়। কয়েক দিন আগে লাল ডিম প্রতি পিচ ৯ থেকে ১০ টাকায় বিক্রি করেছি। বর্তমানে আমাদের বিভিন্ন খামারে ডিম বেশি দামে কিনতে হচ্ছে। এখন প্রতিপিচ ডিম কিনতে পরছে প্রায় ১৩ টাকা। এদিকে দাম বাড়ায় বেচা-কেনা কমে গেছে।


তিনি আরো বলেন, ইতিমধ্যে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা ভারত থেকে ডিম আমদানি প্রস্তুতি নিচ্ছেন। ভারত থেকে ডিম আমদানি শুরু হলে খুচরা বাজারে ডিমের দাম কমে আসবে। আমরাও কম দামে ডিম ক্রয় করে কম দামে বিক্রি পারবো। ডিমের দাম কমে আসলে বেচা-কেনা ভালো হবে।


হিলি স্থলবন্দরের ডিম আমদানিকারক নুরুল ইসলাম বলেন, দেশের বাজারে ডিমের দাম হু হু করে বাড়ছে। কোনোভাবে যেন কমছেনা ডিমের দাম। এদিকে ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে ভারত থেকে ডিম আমদানির প্রস্তুতি নিতে শুরু করেছি। ইতিমধ্যে ভারত থেকে ৩০ লাখ পিচ ডিমের এলসি করা হয়েছে। এইসব ডিম ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা হলে উত্তর অঞ্চলে ডিমের দাম অনেকটাই কমে আসবে বলে মনে করি।


হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বলেন, দেশের বাজারে প্রতিটা নিত্যপণ্যের দাম উর্ধ্বমুখী। এর মধ্যে ডিমের দাম যেন বেড়েই চলেছে। আগের তুলনায় দাম ডবল বেড়েছে।


বন্দরের আলিফ ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ লাখ পিচ ডিম আমদানির অনুমতি পেয়েছে যা চলতি সপ্তাহে এই বন্দর দিয়ে আমদানি হওয়ার কথা রয়েছে।


বিবার্তা/রব্বানী/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com